0
দুঃখ যত দাও আমাকে,
সয়ে যাব আমি একা নিরবে। কষ্ট আছে যত এ বুকে, প্রার্থনা করে যাব থাক তুমি সুখে। কখনো আমাকে যদি মনে পড়ে, দুচোখের জল যেন না ঝড়ে।
.
তোমার সুখের দিনে,
আমাকে মনে করে,
ভেবো না নিজের সুখ বিনা কারনে, তোমার স্মৃতির মাঝে আমার স্বপ্ন ভাসে,
স্বপ্নটা কভু যেন না মরে,,
.
তোমার জীবন থেকে আমাকে দুরে রেখে, যদি তুমি সুখি হও অন্য জীবনে, দুরে সরে যাব,
নিজেকে আমি পোড়াবো
আসব না কোনদিনও ফিরে

Post a Comment

 
Top