সুখ আর দুঃখ নিয়ে মানুষের জীবন।
কখনো সুখের নদীতে চলে জীবন,
কখনো দুঃখের নদীতে চলে জীবন,
কখনোই বা আবার হতাশায়,
কখনোই বা আবার ব্যর্থতায়,
এভাবেই কাটে জীবন।
যতটা দুঃখ আসে জীবনে,
ঠীক ততটা সুখও আসে জীবনে।
সুখ = দুঃখ
একটির পরিক্রমা আর একটি।
সারাজীবন দুঃখ থাকতে পারে না, সুখ আসবেই। যার অতিত সুখের, তার ভবিষ্যৎ একটু দুঃখের হয়। সুখ দুঃখ অন্তর্হিত জীনিস। উপর থেকে বুঝা যায় না। শুধু অনুভব করা যায়। এটা শুধু সেই বুঝে যে তা অনুভব করে। তাই উটর থেকে দেখা ঠিক হবে না।
একটি বোরকা পড়া মেয়ে, দাড়িওয়ালা জামাতের হুজুর তার পছন্দ। সে চায় এমন একজনকে যার থাকবে দাড়ি, থাকবে টুপি, থাকবে ইসলামিক জ্ঞান।কিন্ত এটা তো তার আবেগ। আবেগ দিয়া কি জীবন চলে? বিয়ার পর তো সুখ পাবেই। কি অনন্ত সুখ। যে চরিত্রের মানুষ সে চেয়েছিল, সে তো পেয়েছে। সুখি ভাবাটাই স্বাভাবিক। কিন্ত একটু ডিপলি ভাবা যাক। তার মাসিক বেতন কত? সে কি নিজে ভালোভাবে চলতে পারে? সে তার বৌকে ভালোভাবে চালাতে পারবে তো? এক বছর পর যখন বাচ্চা হবে, তখন কি চালাতে পারবে? জন্ম দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি! তাই যদি হত কয়েকদিন বসে থাকেন না দেখি কে আপনাকে খাওয়াইয়া যায়? সুপারন্যাচারাল বিস্বাস টা জাস্ট একটা কিছুক্ষণের আত্মসুখ দেয়, যেমনটা মোটিভেশনাল বক্তাদের কিছু কথা সুনলে লাইফটায় অসম্ভব শব্দ থাকে না? বাস্তবতা কি তাই?
একটা করে অসম্ভব কে সম্ভব করতে এক একটা মানুষের জীবন চলে যায়। প্রত্যেকেই নিজের লাইফের হিরো কিংবা হিরোইন। কেউ আপনার জীবন টা সুখ এনে দিবে না।নিজের সুখ নিজেকে অর্জন করতে হবে। নিজের দুঃখকে নিজেই Inure করতে হবে।
ভুলতে চায় না মন,
ভুলতে হবে যে মন,
করতে হবে নতুন কিছু,
করতে হবে বিশ্বের জন্য কিছু।
জীবন একা যাবে না, সঙ্গী হারিয়ে যাবে। দুঃখের সঙ্গী কেউ হতে চাবে না, কিন্ত সুখের অংশীদার এর অভাব নাই। এটাই তো বাস্তবতা। মানতেই হবে। একা একা বাচতে হবে। একা একা বাচা শিখতে হবে। একা একা দুঃখের সাগর পারি দিতে হবে, কান্না আসবে, ভাঙন আসবে, হতাশা আসবে, সার্পোট পাওয়া দুষ্কর হবে, একাই একার সাপোর্টার হতে হবে। নতুন করে বাচার স্বপ্নের ছবি আঁকতে হবে। ভেঙে যাবে, আবার বাধতে হবে। জানি কষ্ট হবে তবুও করতে হবে। নিজের দুঃখ নিজে সওয়া মানে হেরে যাওয়া নয়। তার মানে হল নিজেকে শক্ত করা। নিজেকে মোটিভেট করা। "আমি পারব " এটা সৃষ্টি করা।নিজের নিজেই রাখা। কেউ আপনার খেয়াল রাখার জন্য আসে নি।
একা চলতে হবে, শিখতে হবে চলার। কারও ওপর ভর দিলে যখন সে চলে যাবে তখন তাকে ছাড়া আপনার চলা দুষ্কর হবে। কারও আশা নেই, জীবন আপনার, আপনিই সেটেল করুন। কেউ হবে না, কেউ আসবে না। সেটেল শেষে সবাকেই পাবেন। পৃথিবীর বড্ড সার্থপর রুল। মানতেই হবে। বাচতেই হবে।
Post a Comment