0
অভিজ্ঞতা থেকে বলছি - জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে। ব্যর্থ হবার প্রয়োজন আছে। চলার পথে হোঁচট খেয়ে সব হারানোর প্রয়োজন আছে! সুসময়ে সব বন্ধুকেই পাশে পাবো, দুঃসময়ে কয়টা প্রাণের (!) বন্ধু পাশে থাকবে তা জানার প্রয়োজন আছে না? সফলতা বা ভালো সময়কালে যারা গুনগুন করে মৌমাছির মত ছেঁকে ধরে ছিলো, ব্যর্থ সময়েও তারা গুনগুন করে কিনা জানার প্রয়োজন আছে না? মুগ্ধতার মসৃণ পথে হাটতে হাটতে যে ভালবাসার মানুষটি অন্য কারো হবেনা বলে কথা দিয়েছিলো, ভাগ্যের চাকা উল্টে আচমকা হোঁচট খাওয়ার পরে সে অন্য কারো হাত ধরবে কিনা দেখার প্রয়োজন আছে না? রাতে ঘোর অমাবস্যার অন্ধকার দেখে ভয় পাও বলে কি কখনোই ভোর আসবেনা? বর্ষার কাদাতে পা পিছলেছে বলে কি কখনোই বসন্ত আসবেনা? কাকের কর্কশ ডাকে এতদিন ঘুম ভেঙ্গেছে বলে কি কখনোই কোকিলের কুহুকুহু ডাক শুনতে পাবেনা? দুঃসময়ে মন খারাপ হলেও সেইটা ধরে বসে থাকার কিছু নেই। রাতের আধার পার হয়ে যেমন সকালের স্নিগ্ধ আলো এসে তোমার জানালায় উঁকি দেয়, এই খারাপ সময়ও দেখো ঠিক সেভাবেই পার হয়ে যাবে। সফলতার আলো দেখো ঠিকই তোমার জীবনে হাতছানি দেবে। চাইলেও তুমি এই খারাপ সময় টাকে মূহুর্তেই দুরদুর করে তাড়াতে পারবেনা। তার চেয়ে বরং এই সময়টাকে কাজে লাগাও। কারা তোমার আসল বন্ধু, প্রিয় আপনজন এই সুযোগে তাদের চেহারাটা চিনে নাও। প্রিয় মানুষটির ভালবাসাকে দুঃসময় নামের কষ্টি পাথরে যাচাই করে নাও। বিশ্বাস রেখো - খারাপ সময় একদিন নদীর স্রোতের মত ভেসে যাবে। পেছনের ভাটিতে বন্ধু আর ভালবাসার স্বার্থপর নগ্ন চেহারাটা পলি হিসাবে জমে থাকবে যেটা দেখে তুমি ঠিকই বুঝবে, এই খারাপ সময়টার সত্যিই ভীষন প্রয়োজন ছিল!! মনজুর মোরশেদ ভাই এর টাইমলাইন থেকে।

Post a Comment

 
Top